সোনাগাজী পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ‘মক ভোট’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) পৌর এলাকার ৯টি কেন্দ্রে একযোগে ‘মক ভোট’ অনুষ্ঠিত হয়েছে।
মক ভোট দিতে আসা একাধিক ভোটার বলেন, যতটা জটিল মনে করেছিলাম, ততটা না। খুব সহজেই ভোট দিতে পারবো। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ছবি আসলো বিষয়টা ভালো লাগলো।
সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. কাজী শফিউল ইসলাম জানান, অনুশীলন বা মক ভোটিংয়ে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। ইভিএমের মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এ এম জহিরুল হায়াত বলেন, মক ভোটিংয়ে ভোটারদের ভালো সাড়া মিলেছে। তারা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়েছে।
উল্লেখ্য, সোমবার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে সোনাগাজী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জেআইএম