দেশজুড়ে

বিলুপ্তপ্রায় সজারু আটকের পর ছেড়ে দিলেন গ্রামবাসী

ফরিদপুরের বোয়ালমারীতে বিলুপ্তপ্রায় সজারু আটকের পর ছেড়ে দিয়েছেন গ্রামবাসী। শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি আদর্শ গ্রামের একটি ফসলি মাঠে সজারুটি অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত বুধবার রাত ১০টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে আটক করে ইলানুর মোল্লা (৩৭) নামের এক যুবক। এরপর বাড়িতে নিয়ে খাঁচায় বন্দি করে রাখেন তিনি। কয়েকদিন ধরে সজারুটি দেখতে এলাকাবাসী তার বাড়িতে ভিড় জমায়।

ইলানুর মোল্লা বলেন, স্থানীয় চেয়ারম্যান মজিবর রহমানকে বিষয়টি জানালে তিনি সজারুটি ছেড়ে দিলে বলেন। সে অনুযায়ী বাড়ির পাশের ধানক্ষেতে ছেড়ে দিয়েছি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে দ্রুত কথা বলবেন বলে জানান।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম