দেশজুড়ে

ফরিদপুরে ভোটারদের উপচেপড়া ভিড়

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। তবে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি।

প্রথমবারের মতো ভাঙ্গা পৌরসভার সব কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘদিন ধরে মেয়র পদে থাকা আবু ফয়েজ মো. রেজা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে ইসমাইল মুন্সি ও মো. অসাদুজ্জামান হাতপাখা প্রতীকে লড়ছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে ভোটারদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, নয়টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রের ৮১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮৮১। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৪৬ জন এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৩৫ জন। মেয়র পদে ছাড়াও কাউন্সিলর পদে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস