বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বিসিক অনলাইন পণ্য মেলা। সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
অনলাইন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হোসেন। তিনি অনলাইন মেলার উদ্ধোধন করেন।
বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।
অনলাইন পণ্য মেলায় ১৪৮টি অনলাইন স্টল বরাদ্দ পেয়েছে। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিক।
এ অনলাইন মেলায় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিপণনের সুযোগ পাচ্ছেন। বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়া আয়োজিত তৃতীয় অনলাইন মেলায় উদ্যোক্তরা প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকার পণ্য বিক্রয় করতে পেরেছিলেন।
এনএইচ/বিএ