পঞ্চগড়ে কর্মবিরতি পালন করেছেন প্রাইমমুভার, কাভার্ডভ্যান ও ট্রাকসহ পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিকদের একাংশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ১৫ দফা দাবিতে ডাকা কর্মবিরতি পালিত হলেও বাংলাবান্ধা স্থলবন্দরে প্রভাব পড়েনি। সকাল থেকে জেলা শহরেও সীমিত পরিসরে পণ্যবাহী ট্রাক চলাচল করেছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে পণ্য পরিবহনের ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল স্বাভাবিক ছিলো। তবে জেলার বাইরের অতিরিক্ত ট্রাকের চাপ ছিলো না। এজন্য সড়ক-মহাসড়কে পণ্য পরিবহন চলাচল সীমিত ছিল।
পঞ্চগড় ট্রাক-লড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিদুল ইসলাম জসিম বলেন, বাইরের ট্রাক ও কাভার্ডভ্যানের তেমন চাপ নেই। তবে মহাসড়কে জেলার ট্রাক ও কার্ভাডভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের নিরাপত্তা উপদেষ্টা কাজী আল তারিক বলেন, বন্দরে পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিকদের কর্মবিরতির কোনো প্রভাব পড়েনি। এখানকার আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।
সফিকুল আলম/আরএইচ/এএসএম