দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ একাধিক মামলার আসামি নুর উদ্দিন ওরফে আসিফকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আসিফ বেগমগঞ্জের মুরাদপুর গ্রামের মো. গোলাম আকবরের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১৫নং শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের জয়নাল আবেদীন মেম্বার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নির্মাণাধীন ওই বাড়ির মুরগির খামার থেকে ৯টি কিরিচ, একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা করার পর কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম