দেশজুড়ে

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার পাঁচবিবি ও কালাই উপজেলার পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় পাঁচবিবি উপজেলার ভিমপুরে সুবোধ রায় (৩৬) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুবোধ রায় ওই গ্রামের শ্রী তরণী কান্ত রায়ের ছেলে।

একই সময়ে কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম আজম (২৬)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম