চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের নতুন নেতৃত্বে এসেছেন অধ্যক্ষ আব্দুল জলিল ও কৃষিবিদ রোকনউজ্জামান। সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন পৌর আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এতে সভাপতি হন সাবেক ছাত্রলীগ নেতা ও নামোশংকরবাটি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান।
এর আগে দুপুরে শেষ হয় সম্মেলনের প্রথম অধিবেশন। এরপর দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণে ভোটগ্রহণ হয়। পুরাতন স্টেডিয়ামের জিমনেশিয়ামে বিকেল ৩টা থেকে কাউন্সিলররা ভোট প্রদান করেন।
সোহান মাহমুদ/এআরএ