চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছুরিসহ কামরান আলী (২৮) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিনোদপুর কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামরান আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান বলেন, মায়ের দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন কামরান আলী। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর কলেজ মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় কোমরে থাকা একটি ধারালো ছুরি বের করার চেষ্টা করেন কামরান। পরে ছুরিটিও জব্দ করা হয় এবং তাকে থানায় আনা হয়।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আল আমিন বলেন, গ্রেফতার কামরান আলীকে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোহান মহামুদ/এসআর/জিকেএস