দেশজুড়ে

শরীয়তপুর পৌরসভায় সাড়ে ৫৪ কোটির বাজেট ঘোষণা

শরীয়তপুর পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ৫৪ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা ধরা হয়। এর মধ্যে নিজস্ব আয় থেকে ধরা হয় ১৩ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা এবং অন্যান্য উৎস থেকে ধরা হয় ৪০ কোটি ৮৫ লাখ টাকা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান।

তিনি বলেন, অতিরিক্ত না করে শরীয়তপুর পৌরসভার উন্নয়নের জন্য সীমিত আকারে বাজেট ঘোষণা করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শরীয়তপুর পৌরসভার সচিব মো. এনামুল হক, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা।

মো. ছগির হোসেন/এসজে/এএসএম