শ্রীপুরে উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে গাজীপুর জেলা যুবদল থেকে ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী বলেন, গত ২৩ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের শ্রীপুরের রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই। এদের মধ্যে এক যুগ্ম-আহ্বায়কের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলায়। ঘোষিত কমিটির নেতারা তাদের নিজ নিজ ইউনিয়ন থেকেও বিতাড়িত।
তিনি আরও বলেন, শ্রীপুরের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাই গাজীপুর জেলা যুবদলের কমিটিতে স্থান পাওয়া শ্রীপুরের সব নেতা একযোগে পদত্যাগ করেছেন।
এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির বলেন, যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম/এসআর/জিকেএস