দেশজুড়ে

হোটেলে পাখির মাংস, ম্যানেজারের ৬ মাসের জেল

পাখির মাংস রাখায় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে একজন হোটেল ম্যানেজারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার পুরাতন ব্রিজ কানসাট এলাকার শরিফা হোটেলে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

এ সময় ১৫ কেজি ঘুঘুর মাংস ও দুটি তিলা ঘুঘু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ মাংস নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেরোসিন মিশিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

জীবিত পাখি দুটি ম্যাজিস্ট্রেট প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

সোহান মাহমুদ/এসআর/এএসএম