দেশজুড়ে

মাইকিং করে ডেকেও দেওয়া হলো না টিকা!

একদিন আগে থেকে করা হয় প্রচারণা। এর পরও নির্দিষ্ট সময়ে দেওয়া হয়নি করোনার টিকা। এতে সহস্রাধিক মানুষ টিকা না নিয়েই বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে টিকা নিতে আসা মানুষ।

এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বিধৌত সাহেবের আলগা ইউনিয়নে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল থেকে মাইকিং ও প্রচারণা করা হয় বুধবার (৬ অক্টোবর) টিকা নেওয়ার জন্য। তবে বুধবার সাহেবের আলগা ইউনিয়ন পরিষদ মাঠে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো টিকা দেওয়া হয়নি। এতে করে নদীপথে দূর থেকে আসা মানুষ পড়েন বিপাকে।

এমনকি টিকাদানের অনুষ্ঠানে যোগ দিতে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হকসহ স্বাস্থ্যকর্মীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ টিকা সরবরাহ না করায় টিকাদান করা হয়নি।

টিকা নিতে আসা মো. মাসুদ বলেন, আমি আমার পরিবারসহ করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করে নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদ এসেছি। কিন্তু সারাদিন গেলো টিকা নিতে পারলাম না। আমার যাতায়াতসহ প্রায় ৫০০ টাকা খরচ হয়েছে।

দায়িত্বরত স্বাস্থ্য সহকারী জয়নুল আবেদিন ও বাবুল হোসেন বলেন, টিএইচও স্যারের নির্দেশে এসেছি। এখানে হাজারো মানুষ টিকা নেয়ার জন্য এসেছে। যথারীতি তারা রেজিস্ট্রেশনও করেছেন। কিন্তু কী কারণে টিকা দেওয়া হলো না সেটা বুঝলাম না।

টিকা নিতে সহস্রাধিক লোক আসলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূভাষ চন্দ্র সরকার বলেন, লোক কম থাকায় টিকা সরবারহ করা হয়নি।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, করোনা রেজিস্ট্রেশন কম থাকা ও রেজিস্ট্রেশনের ব্যাপারে তেমন সাড়া না পাওয়ায় প্রোগ্রাম বাতিল করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, আজ টিএইচও আমাকে জানিয়েছেন সাহেবের আলগা ইউনিয়নে টিকাদান করা হবে। আমি নির্দিষ্ট সময়ে উপস্থিত হই। কিন্তু হঠাৎ করে টিএইচও জানান এমপি সাহেব আসতে পারছেন না। কেন পারছেন না তা জানি না। এদিকে টিকা নিতে বিভিন্ন চর থেকে এসে বহু মানুষ হয়রানির শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, এতে আমি মনে করি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কেন, কার ইঙ্গিতে টিএইচও আজকের প্রোগ্রাম বাতিল করলেন? বিষয়টি আমি সিভিল সার্জনকে জানিয়েছি। টিকা না পাওয়ায় এখানকার মানুষ অনেক ক্ষুব্ধ।

মো. মাসুদ রানা/এমএইচআর