দেশজুড়ে

ফুলবাড়ীতে নদীতে গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে বাঁধন আকন্দ (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর ছোট যমুনা নদীর মাদরাসা ঘাট থেকে থেকে ২ কিলোমিটার দূরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে ওই ঘাটে তীব্র স্রোতে তলিয়ে যায় সে।

নিহত বাঁধন আকন্দ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দের ছেলে এবং ফুলবাড়ী বিএম ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়িতে ফিরে কয়েক বন্ধু মিলে ছোট যমুনা নদীর মাদরাসা ঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর তীব্র স্রোতে বাঁধন তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও উপজেলা ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। বিকেলে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

এমদাদুল হক/এমএইচআর