টেকনাফে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ মোহাম্মদ ইদ্রিস (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোহাম্মদ ইদ্রিস ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তার তথ্যমতে শোয়ার ঘর থেকে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে। উদ্ধার ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য পাঁচ কোটি ২০ লাখ টাকা।
আরএইচ/জেআইএম