দেশজুড়ে

সাব-রেজিস্ট্রি অফিসে হুইলচেয়ার সেবা পাবেন প্রতিবন্ধীরা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের জন্য হুইলচেয়ার সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রার মিজাহারুল ইসলাম তার কার্যালয়ের সামনে পাঁচটি হুইলচেয়ার বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে সেবাটি চালু করা হয়েছে। এখন থেকে এই কার্যালয়ে সেবা নিতে আসা প্রতিবন্ধীসহ যেকোনো ধরনের অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা হুইলচেয়ার সেবা পাবেন।

এসময় সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী সুরুজ আলী, স্থানীয় দলিল লেখক সমিতির সভাপতি কর্মকান্ত দাস, সহ-সভাপতি বশির আল হেলাল, সাধারণ সম্পাদক ভানু চন্দ্র দেবসহ সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/ইউএইচ/এএসএম