জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের (জেপিইউএফ) অধীনের নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার ফতুল্লার কাশিপুর হাটখোলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল চিকিৎসা সেবার উদ্বোধন করেন।দুইদিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে ৪৬ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকাল হতে বিকেল পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হবে।দুইদিনের কার্যক্রম শেষ করে বৃহস্পতিবার রূপগঞ্জে থেরাপি ভ্যান চলে যাবে। থেরাপি ভ্যানে অবস্থিত এ ভ্রাম্যমাণ হাসপাতালটি বিভিন্ন স্থানে গিয়ে প্রতিবন্ধীদের বিনামূল্যে ১০ ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি