কুমিল্লায় অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে ইমাম-ওলামা ও আলেমদের সঙ্গে জরুরি মতবিনিয় সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে জেলা প্রশাসক মো. শামীম আলমের সভাপতিত্বে কালেক্টরেট সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পবিত্র জুমার নামাজের খুদবায় মুসল্লিদের সামনে কুমিল্লার ঘটনায় সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টি বয়ান করতে ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো কিশোরগঞ্জেও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ রয়েছে। কুমিল্লার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে কোনো পক্ষকে মাছ শিকারের সুযোগ দেয়া যাবে না। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় যে কোনো পরিস্থিতিতে এলাকার শান্তি রক্ষায় ভূমিকা রাখার কথা জানান জেলার ১৩টি উপজেলা থেকে আসা ধর্মীয় নেতারা।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, এনএসআইর উপ-পরিচালক নুসরাত ইসলাম প্রীতি, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মহসিন খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা এসময় উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ/ইএ