দেশজুড়ে

ঝালকাঠিতে অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরার সময় ৮২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এসময় আটক করা হয়েছে এক জেলেকে।

রোববার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য বিভাগ সূত্র জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হলেও অসাধু জেলেরা সেখানে ইলিশ ধরার চেষ্টা করে। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান পরিচালনা করে। ১০টি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক করা হয় এক জেলেকে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। আর ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটক জেলেকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আতিকুর রহমান/এফআরএম/জেআইএম