দেশজুড়ে

ইলিশ শিকারের অপরাধে জেলের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে স্বপন খলিফা (২৫) নামের এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত স্বপন খলিফা বরিশাল রূপাতলীর জাগুয়া এলাকার মো. সাহেদ খলিফার ছেলে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকার করেন জেলেরা। সোমবার (১৮ অক্টোবর) মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মৎস্য বিভাগ ও পুলিশ নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় এক জেলেকে আটক করা হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও রুম্পা সিকদার বলেন, ইলিশ শিকারের অপরাধে আটক এক জেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশের নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস