দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের মসজিদ রোডে অনুরাগ টেলিকম নামের দোকানে এ ঘটনায় ঘটে।

প্রায় নয় লাখ টাকার মোবাইল ও নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় সন্ধ্যায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকানের মালিক। এ ঘটনার সিসিটিভির ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুরাগ টেলিকমের স্বত্বাধিকারী মো. সুমন বলেন, সকাল সোয়া ৮টার দিকে মার্কেটের পাহারাদার চলে যান। এরপর সাড়ে ৮টার দিকে চোরের দল দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা দোকানে থাকা নয় লাখ টাকার মোবাইল ফোন ও নগদ তিন লাখ টাকা নিয়ে যান। তিনি বলেন, এ ঘটনায় আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম।

দোকানের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা ছিল। ঘটনাটি সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা চোরগুলোকে শনাক্ত করে আটক করার চেষ্টা করছি।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস