ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি এবং ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রুবেল হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন বাদী হয়ে বুধবার সকালে থানায় এ মামলা করেন।
গ্রেফতার রুবেল ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী এলাকার আব্দুল গফফার হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জাগো নিউজকে বলেন, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি, সাংগঠনিকসহ বেশ কয়েকজন রুবেল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ ঘটনায় সকালে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসজে/এএসএম