দেশজুড়ে

মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে ইমাম গাজী (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ইমাম গাজীর বাড়ি উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইমাম গাজী নিখোঁজ রয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমাম গাজী তার মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে তলিয়ে যায়। পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সেলিম মিয়া বলেন, নিখোঁজের পর শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে আরেকটি ইউনিট আসে। সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। আগামীকাল সকালে শিশুটি উদ্ধারের চেষ্টা করা হবে।

মো. ছগির হোসেন/ইউএইচ/এএসএম