দেশজুড়ে

কৃষকের ঘর আলো করে এলো দুই ছেলে এক মেয়ে

নাটোরের লালপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রেখা খাতুন (২৩) নামের এক গৃহবধূ। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুরে মুক্তার জেনারেল হাসপাতালে শিশু তিনটির জন্ম হয়।

রেখা খাতুন একই উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী। তিনি পেশায় একজন কৃষক।

নবাগত শিশু তিনটির বাবা সাগর ইসলাম বলেন, তিনি একসঙ্গে দুই পুত্র ও এক কন্যা সন্তানের বাবা হয়েছেন। স্ত্রী ও সন্তানরা সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। আমার সন্তানদের জন্য দোয়া করবেন।

জেনারেল হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, অস্ত্রোপচারে একসঙ্গে তিন শিশুর জন্ম নিয়েছেন রেখা খাতুন। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস