নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা ৩০ মামলায় ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাতজন এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) রাতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি শহীদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সুধারামের কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. ফয়েজুল্লাহর ছেলে মো. মঞ্জিল হোসেনকে (২৯) ভিডিও ফুটেজে শনাক্ত করে ভাঙচুরের মামলায় এবং নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরে ছেলে সামছুদ্দিন আহমেদ রিপনকে (৪০) ফেসবুকে অপপ্রচারের দায়ের গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া এ ঘটনায় দায়ের করা ৩০ মামলায় এখন পর্যন্ত ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে থেকে নতুন তিনজনসহ মোট ৩০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ইকবাল হোসেন মজনু/এমএএইচ/