কক্সবাজারের উখিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বালুখালি শরণার্থী ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ক্যাম্পের নাজির হোসেনের ছেলে সাদ্দাম (২৫) ও নুরুল আমিন (২৭)। অপর আহত কবির আহমদ (৩০) একই ক্যাম্পের মনির আহমদের ছেলে।
কক্সবাজার এপিবিএন ৮ এর অতিরিক্ত পরিচালক কামরান হোসাইন বলেন, সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই যুবক মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস