ঝুঁকিপূর্ণ নলকা সেতুর ওপর ও আশপাশের রাস্তা মেরামত চলায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের দুপাশের অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চালক-হেলপার ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (১ নভেম্বর) সকালে সেতুর ওপরে মেরামত কাজ শুরু হলে উভয়পাশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে এর তীব্রতা বাড়তে থাকে। যা ধীরে ধীরে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম বলেন, সেতুর ওপর সংস্কার কাজ শেষ হয়েছে। কিন্তু আশপাশের মহাসড়কে কিছু ভাঙা রাস্তার কাজ চলমান রয়েছে। এগুলো শেষ হতে আরও ঘণ্টাখানেক লাগবে।
তিনি আরও বলেন, এক লেন বন্ধ করে অন্য লেন দিয়ে গাড়ি চলায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঘণ্টাখানেক পরই যান চলাচল স্বাভাবিক হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমএস