দেশজুড়ে

হাতিয়ায় আসামির স্বীকারোক্তি, আরও একজন গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় মো. সাহাব উদ্দিন (৫০) নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তার তথ্যমতে মো. ওয়াহিদুল ইসলাম ওরফে ওয়াজেদ ডাক্তার (৩৯) নামে সন্দেহভাজন আরেক আসামিকে গ্রেফতার করা হয়।

মো. সাহাব উদ্দিন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের পূর্ব রেহানীয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং মো. ওয়াহিদুল ইসলাম হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর চরকৈলাশ গ্রামের মো. আবদুর রহমানের ছেলে।

সোমবার (১ নভেম্বর) মো. সাহাব উদ্দিনের স্বীকারোক্তিতে ওয়াজেদ ডাক্তারকে হাতিয়া থানায় ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৪ অক্টোবর ধর্মীয় উসকানিতে হাতিয়ায় হামলার ঘটনায় ১০ মামলায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম