দেশজুড়ে

ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন

 জামালপুরের বকশীগঞ্জে ইউপি নির্বাচনে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিবর্তন কিংবা অতিরিক্ত কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাঁশকাদা নূরগঞ্জ বাজারে এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী লালু, সোহেল মিয়া, মহিজল মণ্ডল, রায়হান মিয়া, জাহাঙ্গীর মণ্ডল, শামসুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, বিভিন্ন নির্বাচনে ৯নং ওয়ার্ডের দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে ওয়ার্ডের ৯ গ্রামের প্রায় পাঁচ হাজার ভোটার রয়েছেন। কিন্তু ওয়ার্ডের অন্তর্গত নতুন বাঁশকাদা, পুরাতন বাঁশকাদা, মির্ধাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রাম ভোটকেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে এবং যোগাযোগ অনুন্নত।

তারা অভিযোগ করেন, ওই ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী বাড়িগুলোতে কিছু প্রভাবশালী মহল বরাবরই ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ভোটদান বাধাগ্রস্ত করে। ফলে জানমালের ভয় নিয়ে ভোটারদের কেন্দ্রে যেতে হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন বা অতিরিক্ত কেন্দ্র স্থাপনের দাবি জানান এলাকাবাসী।

মো. নাসিম উদ্দিন/এএইচ/জিকেএস