সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রভাষক লিখে মিথ্যা তথ্য ছাপানোর অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে ইউপি নির্বাচনের পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ এ নির্দেশ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম তার নামের আগে লিফলেট ও পোস্টারে প্রভাষক হিসেবে উল্লেখ করেন। এ নিয়ে এলাকার সাধারণ ভোটাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। মিথ্যা তথ্য উপস্থাপন করায় দ্রুত পোস্টার অপসারণের নির্দেশ দেন তিনি।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ভুলে শব্দটা লেখা হয়েছে। আমি সংশোধন করে ফেলবো।
দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ বলেন, পোস্টার ও লিফলেটে মিথ্যা তথ্য উপস্থাপন করায় পোস্টার সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থী নিজে থেকে পোস্টার অপসারণ না করলে প্রশাসনিকভাবে তা অপসারণ করা হবে।
লিপসন আহমেদ/এসজে/জিকেএস