নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ছয় রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম (৩৫), আলমার জাহান (৩০), রোজিনা আক্তার (১৯), সাইফুল ইসলাম (১২), মো. ইয়াছিন (৩) ও মো. আজিজ (১)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পুনরায় কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে প্রেরণ করা হয়। এর আগে বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থেকে তাদের আটক করে চরজব্বর থানায় সোপর্দ করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আশ্রয়ণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। পুনরায় ছয় রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম