টুর্নামেন্ট আসে, টুর্নামেন্ট যায়- আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থতার পাল্লাও ভারী হয় বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপের পর এ মাসে আরেকটি পরীক্ষা। আগামী ৮ থেকে ১৭ নভেম্বর শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে চার জাতি টুর্নামেন্ট। নতুন কোচ মারিও লেমোসের অধীনে নতুন স্বপ্ন নিয়ে কলম্বো যাচ্ছে জাতীয় ফুটবল দল।
জাতীয় দলের অনুশীলন দেখতে বুধবার বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে গিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়াকে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, ‘তোমরা চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিলে আমি ফাইনালে শ্রীলংকা যাবো।’
জামালরা দেশের ফুটবলের অভিভাবককে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীলংকায় ট্রফি জেতার। সেই প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার নতুন কোচের অধীনে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ, সিসেলশ, মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলংকাকে নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে জামালরা প্রথম দিনই মাঠে নামবে। আগামী সোমবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিসেলশ।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১১ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে এবং শেষ ম্যাচ ১৪ নভেম্বর স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৭ নভেম্বর।
২৩ ফুটবলারের মধ্যে ঢাকা থেকে কলম্বো যাচ্ছেন ১৬ জন। বাকি ৭ ফুটবলার ছিলেন উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ দলে। তারা বৃহস্পতিবার সকালে কলম্বোর উদ্দেশ্যে তাসখন্দ ত্যাগ করেছেন।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ফুটবল স্কোয়াডআনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, তপু বর্মন, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, আতিকুর রহমান ফাহাদ, মোহাম্মদ ইব্রাহিম, ওবায়দুর রহমান নবাব, সাদ উদ্দিন, জুয়েল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মেহেদী হাসান রয়েল, সুমন রেজা, মোহাম্মদ হৃদয়, মাহবুবুর রহমান সুফিল ও ফয়সাল আহমেদ ফাহিম।
আরআই/এসএএস/জিকেএস