দেশজুড়ে

ফেরি উদ্ধারে পৌঁছেছে সেল মোহাম্মদ, আসছে আরও ৫ জাহাজ

মানিকগঞ্জের পাটুরিয়ায় কাত হয়ে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জাহাজ সেল মোহাম্মদ-২। দুর্ঘটনাস্থলের পথে আছে আরও পাঁচটি উদ্ধারকারী জাহাজ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই জাহাজটি পাটুরিয়া ঘাটে পৌঁছায়। ঘটনাস্থল থেকে প্রতিষ্ঠানের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাত হয়ে যাওয়া আমানত শাহ ফেরি তোলার দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম থেকে আমাদের ছয়টি ইউন্স জাহাজ পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওয়ানা হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে সন্ধ্যায় সেল মোহাম্মদ-২ নামের একটি জাহাজ পৌঁছেছে। পথে আছে আরও পাঁচটি। সেগুলো এলেই মূল উদ্ধারকাজ শুরু হবে।

এর আগে ১ নভেম্বর জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দলসহ বেশকিছু কর্মচারী পাটুরিয়ায় পৌঁছেন।

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিনভর জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দলসহ কর্মচারীদের ফেরিটি উদ্ধারপূর্ব নানা প্রস্তুতি নিতে দেখা যায়। তারা চারদিন ধরে ডুবে যাওয়া ফেরির তলদেশ থেকে মাটি অপসারণসহ টেনে তোলার জন্য লোহার রশি দিয়ে বিভিন্ন পাশ থেকে বেঁধেছে। পূর্ব প্রস্তুতি প্রায় সম্পন্ন করলেও উদ্ধারকারী জাহাজের জন্যই তারা অপেক্ষায় আছেন।

২৭ অক্টোবর সকাল পৌনে ১০টায় পাটুরিয়া ৫ নম্বর ঘাটে যানবাহন নিয়ে আমানত শাহ নামের রো রো ফেরিটি একদিকে কাত হয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল এবং বিআডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তম উদ্ধারকাজে অংশ নেয়। এ পর্যন্ত ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং পাঁচটি মোটরসাইকেল উদ্ধার হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেরিটি উদ্ধারে হামজা ও রুস্তমের সক্ষমতা না থাকায় মন্ত্রণালয়ের বৈঠকে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়। ফেরিটি উদ্ধারে সরকারের কাছে প্রতিষ্ঠানটি ২ কোটি টাকা দাবি করে।

বি.এম খোরশেদ/এসজে