ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) থেকে দুদিনব্যাপী সব ধরনের যাত্রী পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হঠাৎ করেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছি আমরা। এজন্য শুক্র ও শনিবার দুদিন সুনামগঞ্জ থেকে সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
ধর্মঘটের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে জুয়েল মিয়া বলেন, সোমবারে সভা আছে। সে সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
লিপসন আহমেদ/এসজে