ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ভেসাল জালে ধরা পড়েছে প্রায় তিন মণ ওজনের একটি বিরল প্রজাতির ডলফিন। শুক্রবার (৫ নভেম্বর) সকালে নদের চৌকিঘাটা এলাকায় ডলফিনটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী মো.আব্দুল হাই বলেন, স্থানীয় মাছ ব্যবসায়ী তাপসের ভেসালে ডলফিনটি ধরা পড়ে। পরে তার কাছ থেকে তিনি ১০ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয় বাসিন্দা এনায়েত বিশ্বাস বলেন, কুমার নদে তারা প্রায়ই এ ধরনের প্রাণী দেখতে পান। এ জাতীয় প্রাণী সংরক্ষণ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন বলেন, এটি একটি স্তন্যপায়ী ডলফিন প্রজাতির প্রাণী। এ জাতীয় প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য প্রচারসহ নদীতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এন কে বি নয়ন/এসআর