দেশজুড়ে

চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, চালক গ্রেফতার

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক খোকন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নির্যাতনের শিকার ওই ছাত্রী জানান, সকালে মানিকগঞ্জ আসার উদ্দেশ্যে ধামরাই থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী। কিছুদূর আসার পর বাস থেকে প্রায় সব যাত্রী নেমে যান। এরপর ওই কলেজছাত্রী নামতে গেলে চালক তাকে বাধা দেন এবং গন্তব্যে পৌঁছে দেবেন বলে জানান।

কিন্তু মানিকগঞ্জের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করার পর, চলন্ত বাসেই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন চালক। এসময় বাস চালাচ্ছিলেন হেলপার। একপর্যায়ে ওই ছাত্রী চালককে ধাক্কা মেরে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। পরে একটি প্রাইভেটকারচালক বিষয়টি গোলড়া হাইওয়ে থানা পুলিশকে জানালে চালককে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় বাসটি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে বাসচালকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।

বি.এম খোরশেদ/মানিকগঞ্জ/জেডএইচ/জেআইএম