দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানি কম হওয়ায় বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে। আমদানি স্বাভাবিক হলে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৬ নভেম্বর) ভারতীয় এক ট্রাকে আড়াই টন কাঁচামরিচ আমদানি হয়েছে বলে নিশ্চিত করেছেন কাস্টমসের একাধিক কর্মকর্তা।
হিলি বাজারের কাঁচামরিচ ব্যবসায়ী মিথুন হোসেন জানান, আড়তগুলোতে আগের তুলনায় কাঁচামরিচ আমদানি কমেছে। বর্তমান বাজারে ১০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা ১১০ টাকায় বিক্রি করছেন। যা এক সপ্তাহ আগে ছিল ৭৫-৮০ টাকা।
আলমাস নামের এক ক্রেতা জানান, বাজারের সব পণ্যের দামই বেশি। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ২৫-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, পরিবহন ধর্মঘট চলায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি কমে গেছে। ফলে বাজারে কিছুটা দামে প্রভাব পড়তে পারে। আমদানি স্বাভাবিক হলে দাম কমে যাবে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস