দেশজুড়ে

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি জাহেদ আল আবেদীন ওরফে রুবেল (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

রোববার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুবেল বরগুনার বেতাগী থানা ফুলতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি মতিঝিল থানার অস্ত্র মামলায় ২০১৯ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস