চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে ধর্ষণচেষ্টা মামলায় চাচা মজিবুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালের ৫ ডিসেম্বর রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটী কলেজের কাছে ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করেন চাচা মজিবুর রহমান। বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানালে মেয়ের বাবা ওই বছরের ১৫ ডিসেম্বর শিবগঞ্জ থানায় মজিবুর রহমানকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এএসআই) রনি কুমার দাস ২০১৮ সালের ৬ ফ্রেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।
সোহান মাহমুদ/ইউএইচ/জিকেএস