আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ নভেম্বর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতের ‘পদ্ম’ পুরস্কার গ্রহণ করলেন দুই বাংলাদেশিভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। আর চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন ও প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক।

সোমবার (৮ নভেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রয়াত মোয়াজ্জেম আলীর পক্ষে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী তূহফা জামান আলী। আর স্বশরীরে উপস্থিত থেকে পদ্মশ্রী গ্রহণ করেছেন ড. এনামুল হক। তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দিয়েছেন ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

যেভাবে ৫ লাখ ১৩ হাজার কোটি টাকার জ্বালানি বাঁচালো দুবাইউন্নত ও সুপরিকল্পিত পরিবহন অবকাঠামো তৈরি করায় ২০০৬ থেকে ২০২০ সালের মধ্যে দুবাইয়ের জ্বালানি খরচ সাশ্রয় হয়েছে প্রায় ২২ হাজার কোটি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ২৩৮ কোটি টাকারও বেশি। আর এ ধরনের অবকাঠামো গড়ে তুলতে একই সময়ে তাদের খরচ হয়েছে মাত্র ১৪ হাজার কোটি দিরহাম।

সোমবার (৮ নভেম্বর) আমিরাতের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) মহাপরিচালক, নির্বাহী পরিচালক বোর্ডের চেয়ারম্যান মাত্তার মোহাম্মদ আল তায়ের চমকপ্রদ এ তথ্য জানিয়েছেন।

জলবায়ু ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীবায়ুমণ্ডলের অধিক তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর জন্য নতুন বিপত্তি ডেকে আনছে। এতে করে বিশ্বের অর্ধেক জনসংখ্যা ২০৩০ সালের মধ্যে জলবায়ু ঝুঁকিতে পড়বে। সোমবার (৮ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারে ‘জাতিসংঘ সমর্থিত রেস টু রেজিলিয়েন্স ক্যাম্পেইনে’ এ তথ্য জানানো হয়।

রেস টু রেজিলিয়েন্সের জন্য করা এক গবেষণায় এ তথ্য উঠে আসে বলে জানিয়েছে কপ। গবেষণায়, বিশ্বজুড়ে মানুষের জন্য জলবায়ু ঝুঁকির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা হয়েছে।

কুয়েত সরকারের পদত্যাগআকস্মিক পদত্যাগ করেছে কুয়েতের সরকার। সোমবার দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে কুয়েত সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিরোধী সংসদ সদস্যদের সঙ্গে বিরোধের জেরেই এমন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। ফলে বিরোধী আইন প্রণেতাদের সঙ্গে অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। দুপক্ষের এ বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই আর্থিক সংস্কার বাধাগ্রস্ত হচ্ছিল।

দরিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্যজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে দরিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কপ২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছে বরিস জনসনের দেশ। কপ২৬ সম্মেলনের দ্বিতীয় সপ্তাহ চলছে।

বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা আরও আলোচনার জন্য গ্লাসগোতে অবস্থান করছেন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির মুখে পড়া দরিদ্র দেশগুলোকে কিভাবে সহায়তা দেওয়া যায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দরিদ্র দেশগুলোকে সাহায্য করার বিষয়ে আলোচনা করবেন তারা।

২০ মাস পর ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্রকরোনা মহামারিতে সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। করোনা ঠেকাতে ২০ মাস ধরে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল দেশটির। স্থানীয় সময় সোমবার (৮ নভেম্বর) থেকে সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। ফলে টিকার পূর্ণডোজ সম্পন্নকারী যে কোনো ভ্রমণকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশে আর বাধা থাকছে না। খবর বিবিসির।

করোনা মহামারির প্রাদুর্ভাবের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত বন্ধের সেই নির্দেশনা দিয়েছিলেন। এর প্রভাব পড়েছিল যুক্তরাষ্ট্রের অভিবাসীদের ওপর। ৩০টি দেশের নাগরিক, যাদের মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের নাগরিকরাও রয়েছেন, তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিবার ও স্বজনদের কাছ থেকে। স্থবির হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত।

আফগানিস্তানের নতুন গভর্নর-পুলিশ প্রধান নিয়োগআফগানিস্তানের তালেবান সরকার দেশটির গুরুত্বপূর্ণ পদে তাদের ৪৪ জন সদস্যকে নিয়োগ দিয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির বিভিন্ন প্রদেশের গভর্নর এবং পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

দেশজুড়ে যখন নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা গুরুতর আকার ধারণ করেছে তখন শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে লোকবল নিয়োগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার।

ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার সুদানের সেনাপ্রধানেরসুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করে বলেছেন, তিনি নতুন সরকারের দায়িত্বে অংশ নেবেন না। তবে দেশটিতে সেনা অভ্যুত্থানের জেরে সহিংসতায় নিহতদের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন দেশটির এই সেনাপ্রধান। খবর আল-জাজিরার।

রোববার ( ৭ নভেম্বর) তিনি বলেন, এটি আমাদের অঙ্গীকার- আমরা নিজেরাই যেটি করছি, সুদানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যে ক্ষমতার গণতান্ত্রিক হস্তান্তর করা হবে, সঠিক সময়ে নির্বাচন হবে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে শান্তির জন্য কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে না।

১৫ মাস পর করোনায় মৃত্যুহীন দিন দেখলো জাপানউন্নত কী অনুন্নত, বিশ্বের অধিকাংশ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ১৫ মাস পর স্থানীয় সময় রোববার ( ৭ নভেম্বর) মৃত্যুহীন দিন দেখলো জাপানের নাগরিকরা।

২০২০ সালের ২ আগস্টের পর রোববার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানা গেছে। স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছে দেশটির নাগরিকরা। বিশেষজ্ঞদের দ্বারা গঠিত সরকারি প্যানেল পরিস্থিতির উন্নতি ঘটাতে নতুন করে পাঁচটি ধাপে অগ্রসর হচ্ছে।

পাকিস্তানের গুলিতে ভারতীয় জেলে নিহত, আহত ১আরব সাগরে পাকিস্তানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থার (পিএমএসএ) সদস্যদের গুলিতে ভারতের এক জেলে মারা গেছেন, আহত হয়েছেন আরও একজন। গত শনিবারের (৬ নভেম্বর) এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

গুজরাটের দেবভূমি দ্বারকার পুলিশ সুপার জানিয়েছেন, সম্প্রতি গুজরাটের ওখা বন্দর থেকে ‘জলপরি’ নামে একটি নৌকায় চেপে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন সাত জেলে। তাদের মধ্যে পাঁচজন ছিলেন গুজরাটের বাসিন্দা, দু’জন মহারাষ্ট্রের। মাছ ধরতে ধরতে ভারতীয় জেলেদের নৌকাটি পাকিস্তানের জলসীমার কাছে চলে যায়। সে সময় তাদের সতর্ক করার বদলে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি বাহিনী। এতে ঘটনাস্থলেই এক জেলের মৃত্যু হয়, আহত হন আরও একজন।

কেএএ/এমএস