বগুড়ার আদমদীঘির সান্তাহারে গাঁজা সেবনের সময় তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় তাদের প্রত্যেককে পাঁচদিন করে কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা মহল্লার বাবলা হোসেনের ছেলে রাব্বী (৪৮), হলুদ ঘরের ফিরোজ আলীর ছেলে রাজু (৩৮) ও আম বাগান মহল্লার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে বিপ্লব (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, সকালে সান্তাহার পৌরসভার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
আরএইচ/এমএস