রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার দায়ে মোকলেছ শেখ (৬০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। একই তাকে সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চারমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোকলেছ শেখ রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নর পূর্ব পাকুরিকান্দা গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।
ভুক্তভোগী ওই শিশুটির মা জানান, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে মেয়েকে ডেকে নিয়ে লম্পট মোকলেছ ধর্ষণচেষ্টা করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাজবাড়ী ও ফরিদপুরের একাধিক চিকিৎসকের দেয়া ওষুধ সেবন করিয়ে সুস্থ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করছেন।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস