সন্তানের জন্য ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিতাংশু লাল দত্তের (৪৫) সন্ধান পাওয়া গেছে। ঘটনার সাতদিন পর সোমবার (৮ নভেম্বর) রাতে সিলেট র্যাব-৯ এর প্রধান কার্যালয়ে তার খোঁজ পাওয়া যায়।
সিতাংশু লাল দত্ত কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বাসিন্দা। তার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী মনি বালা দত্ত।
তিনি জানান, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যার দুদিন পর চৈত্রঘাট বাজার থেকে র্যাব সদস্যরা তার স্বামী সিতাংশুকে সন্দেহজনক হিসেবে আটক করে নিয়ে যান। তবে ওই ঘটনায় তার সংশ্লিষ্টতা না পেয়ে ছেড়ে দিয়েছে র্যাব। এখন তিনি বাড়ির পথে রওয়ানা দিয়েছেন।
বাড়ি ফেরার পথে স্ত্রী মনি লাল দত্তের সঙ্গে কথা বলেছেন সিতাংশু। মোবাইল ফোনে তিনি স্ত্রীকে বলেন, গত ২ নভেম্বর রাতে র্যাব সদস্যরা তাকে নাজমুল হত্যার ঘটনায় সন্দেহজনক হিসেবে তুলে নিয়ে যান। তাকে সিলেট র্যাব-৯ এর ক্যাম্পে সাতদিন আটক রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পর নাজমুল হত্যায় কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় সোমবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। র্যাব সদস্যরা তাকে কোনো নির্যাতন করেননি বলেও তিনি জানান।
স্বামীর সন্ধান চেয়ে কমলগঞ্জ থানায় করা জিডিতে স্ত্রী মনিবালা দত্ত উল্লেখ করেছিলেন, গত ২ নভেম্বর রাত সাড়ে ১০টায় শিশুসন্তানের জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনতে চৈত্রঘাট বাজারে যান সিতাংশ। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বামীকে না পেয়ে রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
র্যাব-৯ সিলেট দপ্তরের মিডিয়া বিভাগের মেজর মাহফুজ জানান, সিতাংশকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছিল। তবে তার সংশ্লিষ্টতা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
আব্দুল আজিজ/এসআর/এমএস