দেশজুড়ে

মায়া বিবির মায়ার ভোট

ঘড়ির কাঁটায় তখন দুপুরে ১২টা। দিনাজপুরের বিরামপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দেখা যায়, ভোট দিতে এসেছেন এক বৃদ্ধা। নিজে ঠিকমতো হাঁটতে পারেন না। তাই ছেলের বউয়ের হাত ধরে রেখেছেন।

কথা বলে জানা গেলো তার নাম মায়া বিবি। বয়স ৮২ বছর। মায়া বিবি জাগো নিউজকে বলেন, ‘বয়স কম থাকিতে মুই বাড়িত খাবার আগে ভোট দিয়ে গেচু। ভোট আসলে আনন্দ নাগে মায়া নাগে। তোমার চাচা মোক গাল দেয় কিন্তু মায়ার ভোট দিলে মন ভরি যায়।’

মায়া বিবি ওই এলাকার কবির আলীর স্ত্রী। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। তবে ভোট দেওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ এই বৃদ্ধার। তাই ঠিকমতো হাঁটতে না পারলেও পুত্রবধূর হাত ধরে এসেছেন ভোট দিতে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় ধাপে দেশের ৮৩৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার তিনটি ইউনিয়নেও ভোট ‍দিয়েছেন ভোটাররা।

তিন ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এছাড়া ইউপি সদস্য পদে ১০৪ এবং সংরক্ষিত নারী পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৫২৫।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন ভোট গণনা চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসআর