সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গ্যাসবহনকারী লরিচাপায় মটরসাইকেল তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মান্নাননগর এলাকার মহাসড়কের ৬ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, একটি মোটরসাইকেলে চারজন বনপাড়া থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬ নম্বর ব্রিজ এলাকায় যমুনা গ্যাসবহনকারী একটি লরির সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় লরিচাপায় মোটরসাইকেলে থাকা চারজন আরোহীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে লরিটি জব্দ করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম