দেশজুড়ে

ভারত থেকে চোরাইপথে ফেরার সময় যুবক আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে ফেরার সময় জুয়েল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

হিলি সিপি ক্যাম্পের নায়েব সুবেদার মনজুরুল ইসলাম বলেন, জুয়েল হোসেন ধরন্দা ফকির পাড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। এ সময় সীমান্তের শূন্যরেখার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

এসজে/এএসএম