জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়টিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞা।
তিনি জানান, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান তালুকদার, মামুদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ডিএম রাহেল ইমাম, রায়কালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রশীদ মন্ডল, তিলকপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সেলিম মাহবুব সজল, রুকিন্দিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী আহসান কবির এবং গোপীনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রাশেদুজ্জামান/ইউএইচ/এএসএম