টাঙ্গাইলের তিন উপজেলার ১৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩টিতে নৌকা এবং পাঁচটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের তিন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
সখীপুর উপজেলার চার ইউপির দুটিতে নৌকা ও দুটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। কাকড়াজান ইউপিতে নৌকার বিদ্রোহী দুলাল হোসেন, বহেড়াতৈলে নৌকার ওয়াদুদ হোসেন বিজয়ী হয়েছেন। যাদবপুরে নৌকার এ কে এম আতিকুর রহমান, বহুরিয়ায় বিদ্রোহী প্রার্থী সরকার মোহাম্মদ নূরে আলম মুক্তা নির্বাচিত হয়েছেন।
ধনবাড়ী উপজেলায় চারটির মধ্যে নৌকা এবং একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। অপরদিকে মুশুদ্দি, বীরতারা এবং বলিভদ্র ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
উপজেলার ধোপাখালীতে নৌকার আকবর হোসেন, যদুনাথপুরে মীর ফিরোজ আহমেদ, বানিয়াজানে রফিকুল ইসলাম তালুকদার ফটিক এবং পাইস্কায় বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, বলিভদ্রে রফিকুল ইসলাম, মুশুদ্দিতে আবু কাসাছার ও বীরতারাতে আমহেদ আল-ফরিদ।
দেলদুয়ারে সাত ইউপির পাঁচটিতে নৌকা ও দুটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। তারা হলেন-ডুবাইল ইউনিয়নে নৌকার ইলিয়াস মিয়া, ফাজিলহাটীতে শওকত আলী, দেলদুয়ার সদরে মাসুদ উজ্জামান খান, পাথরাইলে রাম প্রসাদ ও দেউলীতে তাহমিনা হক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লাউহাটীতে শাহীন মোহাম্মদ খান ও এলাসিনে মানিক রতন বিজয়ী হয়েছেন।
আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস