দেশজুড়ে

শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত আলী ফকির মারা গেছেন

নির্বাচনী সহিংসতায় আহত যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ইউনিয়নের আলী ফকির (৫২) মারা গেছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন মারা যান তিনি। আলী ফকির পাঁচভূলাট গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।

শার্শা থানা পুলিশ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের মনোনয়ন নিতে তার সমর্থকরা যশোর যান। বাড়ি ফেরার পথে গোগা বাজারে আব্দুর রশিদ চেয়ারম্যানের সমর্থকরা তবিবর রহমানের সমর্থকদের ওপর হামলা চালালে ১২ জন আহত হন। আহত ১২ জনের মধ্যে আলী ফকির শুক্রবার ভোরে মারা যান। হামলার ঘটনায় শার্শা থানায় একটি মামলা হলেও পুলিশ এ পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, নির্বাচনী সহিংসহায় আহত আলী ফকির মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মো. জামাল হোসেন/ইউএইচ/এমএস