দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা এবং বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের গাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কবিরুল ইসলাম (৪০) ও তার ছেলে কাওসার রহমান (১১)। তারা উপজেলার দাউদপুর ইউনিয়নের ভল্ববপুর (জামবাড়ি) এলাকার বাসিন্দা।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পীরগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কবিরুল ইসলাম স্ত্রী-সন্তানদের নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় নবাবগঞ্জ থেকে আসা বালুবাহী একটি ট্রাক গাজীপুর এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু কাউসার মারা যায়। স্থানীয়রা কবিরুলকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এমকেআর